পৃষ্ঠাসমূহ

শনিবার, ৭ এপ্রিল, ২০১২

এই লজ্জা রাখি কোথায়!!!!!!!!!!!!!!!

গত পহেলা এপ্রিল সন্ধ্যায় আমি আর আমার আরেক আপু বসুন্ধরা আবাসিক এলাকা এর প্রবেশ গেইট এ দাড়িয়ে কথা বলতেসিলাম। ঠিক এমন সময় এক বিদেশী ভদ্রলোক আমাদের দিকে তাকিয়ে হাসি মুখে বলতেছে "ডিজিটাল বাংলাদেশ"। আমরা প্রথমে কিছুই বোজতে পারলামনা। পরে মনে হল লোকটা মনের কষ্ট থেকে এই কথাটা বলেছে। কারন তখন নর্দা এলাকায় পানির জন্য মানুষ রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে একটা গাড়িও চলতে পারছিলনা। আর এমন সময় ওই ভদ্রলোক এক জরুরি কাজে যাচ্ছিল। কিন্ত গাড়ি চলছেনা বলে পায়ে হেটে চলা শুরু করেছে। আর তখন মনের কষ্টে এই কথা বলেছে।

এখন আমার কথা হল যে দেশে মানুষ ঠিকভাবে বিদুৎ পায়না, সে দেশের মানুষ ডিজিটাল হবে কিভাবে!!!!!!!
যেখানে মানুষ ব্যাবহারের জন্য পানি পায়না... সেখানে মানুষকে ডিজিটাল হবার স্বপ্ন দেখিয়ে কি লাভ???

আমি আমার দেশের নেতাদের বলব দয়া করে মানুষের সমস্যা গুলা খোঁজে বেরকরার চেষ্টা করেন, এবং তা সমাধানের চেষ্টা করেন।
তাহলে ঘোষণা দিয়ে দেশকে ডিজিটাল বানাতে হবেনা...
এমনেই ডিজিটাল হয়ে যাবে......
দয়া করে আমদের এই জাতিকে বিদেশিদের কাছে হাসির বস্তূ বানাবেন না।

মানুষের সমস্যা সমাধান করেন...
মানুষ ও আপনাদের মনে রাখবে...... 

২টি মন্তব্য:

  1. আমরা "ডিজিটাল বাংলাদেশ" করব কিন্ত নিজেকে বদলাবনা............।

    উত্তরমুছুন
  2. নিজে না বদলালে দেশ ও বদলাবেনা......

    উত্তরমুছুন