পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৬ জানুয়ারী, ২০১২

Dhaka the capital of Bangladesh ( বাংলাদেশের রাজধানী ঢাকা)


ঢাকা (Dhaka, অতীতে Dacca বানানটি ব্যবহৃত হত) বাংলাদেশের রাজধানী, ঢাকা বিভাগের বিভাগীয় শহর, এবং বাংলাদেশের প্রধান শহর। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহরটি শুধু বাংকাদেশের প্রধান শহরই নয়, এশিয়ার অন্যতম প্রধান শহরের মধ্যে একটি। এটি বিশ্বের নবম বৃহত্তম এবং সর্বাপেক্ষা ঘন জনবহুল শহরগুলির অন্যতম। ঢাকা শহরটি মসজিদ শহর নামেও পরিচিত এছাড়া ঢাকা বিশ্বের রিক্সা রাজধানী নামেও পরিচিত।  বর্তমানে ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান সংস্কৃতি, শিক্ষা ও বাণিজ্যকেন্দ্র।
নামকরণের ইতিহাস :-
ঢাকার নামকরণ নিয়ে অনেক অনেক মতভেদ রয়েছে। তবে তার মধ্যে দুইটি মত অনেকের নিকট গ্রহন যোগ্য। একটি হল সেন বংশের  রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর  তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী  দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন  ঐ এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিলো, তাই রাজা, মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকেই কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে।
অন্য একটি মতভেদ হল, মোঘল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার  রাজধানী হিসেবে ঘোষণা করেন; তখন সুবাদার ইসলাম খাঁ আনন্দের বহিঃপ্রকাশস্বরূপ শহরে 'ঢাক' বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ নেয় এবং তা থেকেই শহরের নাম ঢাকা হয়ে যায়। এখানে উল্লেখ্য যে, মোঘল সাম্রাজ্যের বেশ কিছু সময় ঢাকা সম্রাট জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে জাহাঙ্গিরনগর  নামে পরিচিত ছিলো।

জনসংখ্যাঃ বর্তমানে ঢাকা শহরে এক কোটি আঠার লক্ষ পঁচাত্তর হাজার(১১,৮৭৫,০০০)  মানুষ বাস করে। প্রতি বর্গ কিলোমিটারে আট হাজার একশ সতের (৮১১৭) জন মানুষ বাস করে।

প্রশাসনিক এলাকাঃ
ঢাকাতে মোট ৫টি উপজেলা রয়েছে,
1.    দোহার উপজেলা
2.    কেরানীগঞ্জ উপজেলা
3.      নবাবগঞ্জ উপজেলা
4.     সাভার উপজেলা
5.    ধামরাই উপজেলা
এবং বাইশটি থানা রয়েছে,
1.    বাড্ডা থানা
2.    বিমানবন্দর থানা
3.    ক্যান্টনমেন্ট থানা
4.    ধানমন্ডি থানা
5.    ডেমরা থানা
6.    কোতয়ালী থানা
7.    ধানমন্ডি থানা
8.    গুলশান থানা
9.    হাজারীবাগ থানা
10.  কাফরুল থানা
11.  কামরাঙ্গীর চর থানা
12.  খিলগাঁও থানা
13.  লালবাগ থানা
14.  মিরপুর থানা
15.  মোহাম্মদপুর থানা
16.  মতিঝিল থানা
17.  পল্লবী থানা
18.  রমনা থানা
19.  সবুজবাগ থানা
20.  শ্যামপুর থানা
21.  সুত্রাপুর থানা
22.  তেজগাঁও থানা
23.  উত্তরা থানা
ঢাকার সরকারি বিশ্ববিদ্যালয়সমূহ বাংলাদেশে বর্তমানে সর্বমোট ৩১টি পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ের ৬টি হচ্ছে ঢাকায়। এগুলো হলো:
1.   ঢাকা বিশ্ববিদ্যালয় (স্থাপিত ১৯২১);
2.   বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (স্থাপিত ১৯৬২);
3.   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (স্থাপিত ১৯৯৭);
4.   শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (স্থাপিত ২০০১);
5.   জগন্নাথ বিশ্ববিদ্যালয় (স্থাপিত ২০০৫);
6.   বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (স্থাপিত ২০১০)।
বাংলাদেশে বর্তমানে সর্বমোট ৫২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রায় ৩০টিই হলো ঢাকায়।
ঢাকার কিছু সরকারি ওয়েবসাইট লিংক হলঃ http://www.dcdhaka.gov.bd/ http://www.dhakacity.org/

1 টি মন্তব্য: