রাজশাহী বিভাগ : বাংলাদেশে প্রশাসনিক বিভাগের অন্যতম একটি বিভাগ। রাজশাহী বিভাগ বাংলাদেশের মধ্য পশ্চিম কোণায় অবস্থিত।রাজশাহী বিভাগের দক্ষিণে বিখ্যাত নদী পদ্মা এবং পূর্ব সীমানা জুড়ে আরেকটি বিখ্যাত নদী যমুনা।পশ্চিমে, রাজশাহী বিভাগ ভারতের সঙ্গে সীমানা শেয়ার করছে। কিছু দিন পুর্বে রাজশাহী বিভাগ থেকে ৮টি জেলা সরিয়ে রংপুর বিভাগ তৈরী করা হয়েছে।রাজশাহী বিভাগের একটি চমৎকার রেল এবং সড়ক যোগাযোগের পরিকাঠামো রয়েছে। রাজধানী ঢাকা
মাএ চার ঘন্টার রাস্তা রাজশাহী বিভাগ।
আয়তনঃ রাজশাহী বিভাগের আয়তন ১৮,১৪৭.৪ বর্গ
কিলোমিটার।
জনসংখ্যা: রাজশাহী বিভাগের মোট জনসংখ্যা হল ১৮,৩২৯,০০০ জন (২০১১ আদমশুমারি পরিসংখ্যান থেকে)। জনসংখ্যার ঘনত্ব ১০০৮.৫ প্রতি
বর্গ কিলোমিটার।
প্রশাসনিক এলাকাঃ রাজশাহী বিভাগ ৮টি জেলা, ৭০টি
উপজেলা এবং ১,০৯২টি ইউনিয়ন নিয়ে গঠিত।
৮টি জেলা হলঃ
·
বগুড়া
·
জয়পুরহাট
·
নওগাঁ
·
নাটোর
·
নয়াবগঞ্জ
·
পাবনা
·
রাজশাহী
·
সিরাজগঞ্জ
vai apni aro details information dile valo hoto.
উত্তরমুছুন